কক্সবাজার মহাসড়কে গাড়ির চাপায় পথচারী নিহত

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের চন্দনাইশ পৌর সদস্য ভাই খলিফা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Chattogram
নয়া দিগন্ত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি দ্রুতগামী গাড়ির চাপায় সুলতান উদ্দিন (৭২) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের চন্দনাইশ পৌর সদস্য ভাই খলিফা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের এক পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন সুলতান। এ সময় কক্সবাজারমুখী একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দনাইশ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।