মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার যশলং ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শর্ট ক্রিজ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন শাখার উদ্যোগে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ফজলুল করীম বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সুস্থ বিনোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা যুবসমাজকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করে এবং অপসংস্কৃতি ও নেশাজনিত ক্ষতি থেকে দূরে রাখে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ–সবাইকে মিলে ইতিবাচক বিনোদনের পরিবেশ তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, দায়িত্ব পেলে যুবদের উন্নয়ন ও সুস্থ বিনোদনের প্রসারে কার্যকর উদ্যোগ নেয়া হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টংগিবাড়ি উপজেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি মাওলানা কাজি ইকবাল হোসাইন, যশলং ইউনিয়ন সভাপতি হাবিবুল্লাহ তাহজীব, সেক্রেটারি শাকিল মোল্লাসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।



