মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল (ময়মনসিংহ)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশীর সমর্থকরা।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বিএনপির ত্যাগী নেতাকর্মী ও ত্রিশালের জনগণের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পৌর শহরের লেকের পাড় হতে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় লেকের পাড়ে গিয়ে মহাসড়ক অবরোধ করে।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শত শত নারী-পুরুষ দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন ওই সকল ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় তারা ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহীদ আমিন, সাখুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল আলম শোভা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক বজলুল করীম শাহীন, ধানীখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওয়ালিদ বিন খসরু ও বইলর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ প্রমুখ। এছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



