মেহেরপুরে ট্রাকের ধাক্কায় শাহিদা খাতুন (৬০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
রোববার দুপুরে সদর উপজেলার ফতেপুর-তেরোঘরিয়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিদা সদর উপজেলার উজলপুর গ্রামের মরহুম আব্দুল গনির স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিদা খাতুন তেরোঘোরিয়া গ্রামে একটি মরিচ ক্ষেতে কাজ করছিলেন। পানি খাওয়ার জন্য সড়কের পাশের একটি টিউবয়েল থেকে পানি আনতে যান। ওই সময় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় পিচ রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন তিনি। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।



