প্রতিবেশী মিয়ানমারে সংঘটিত ভূমিকম্প বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় অনুভূত হয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৯।
এটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ফালাম শহরের ৮১ কিলোমিটার পূর্বে এবং চট্টগ্রাম শহরে থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে। এই ভূমিকম্পটি আরাকান পর্বতের সাবডাকশন জোন ফল্টে সংঘটিত হয়েছে। উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।
চলতি বছরের ২৮ মার্চ মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এর ভয়াবহ প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডেও। ভূমিকম্পের কাঁপুনি বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া ও চীন পর্যন্ত অনুভূত হয়। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, গত ২০ বছরে মিয়ানমারে এত মাত্রার ভূমিকম্প হওয়ার নজির নেই।



