চকবাজারে প্রিজন ভ্যানের ধাক্কায় ঠেলাগাড়ি শ্রমিক নিহত

রাজধানীর চকবাজারে কারারক্ষীর প্রিজন ভ্যানের ধাক্কায় ঠেলাগাড়ি শ্রমিক মোহাম্মদ সোহাগ (৩০) নিহত হয়েছেন; স্থানীয়রা প্রিজন ভ্যান ও চালককে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সোহাগকে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন
গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সোহাগকে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন |ফাইল ছবি

রাজধানীর চকবাজারে কারারক্ষীর প্রিজন ভ্যানের ধাক্কায় মোহাম্মদ সোহাগ (৩০) নামে এক ঠেলাগাড়ি শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২ নভেম্বর) দুপুরে নাজিমউদ্দিন রোডের বড় মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দুপুর ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সোহাগ বরিশালের মুলাদী উপজেলার পোদ্দার পূর্বচর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, স্থানীয়রা প্রিজন ভ্যানটি জব্দ ও চালককে আটক করে রেখেছে।