মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া মৃতের নতুন পরিসংখ্যান

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া আহত ও নিহতদের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত |ইন্টারনেট

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া নতুন পরিসংখ্যানে মৃতের সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে।

আজ রোববার সকাল ১০টা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া আহত ও নিহতদের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ১৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।

এছাড়া লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে অজ্ঞাত একজন, ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে একজন মারা গেছেন।

এসব হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪৮ জন।

এর আগে, গত শুক্রবার (২৫ জুলাই) প্রধান উপদেষ্টার ফেসবুকে দেয়া তালিকায় মৃতের সংখ্যা ৩৩ জনের কথা উল্লেখ করা হয়। এরপর গতকাল শনিবার আরো দু’জনের মৃত্যু হয়েছে। সে হিসাবে মৃতের সংখ্যা ৩৫ জন হওয়ার কথা। কিন্তু আজ সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের সংখ্যা ৩৪ জন বলে জানায়।

গতকাল সকাল ৯টা ১০ মিনিটে জারিফ ফারহান নামের ১৩ বছর বয়সী এক শিক্ষার্থী মারা যায়। সে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ নিয়ে সে আইসিইউতে চিকিৎসাধীন ছিল।

পরে সোয়া ১০টার দিকে মাসুমা (৩৮) নামে এক নারী মারা যান। তিনি ওই প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে কাজ করতেন। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এ দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।