নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রাইভেটকারের ধাক্কায় ছগির আহমেদ (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ছগির আহমেদ উপজেলার আতাদী গ্রামের নঈম উদ্দিনের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
সূত্রে জানা গেছে, সকালে ফজরের নামাজ শেষে ছগির আহমেদ হাঁটতে বের হন। হাঁটতে হাঁটতে চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো: সাইফু উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।