চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুবাই প্রবাসী যুবক নিহত

চকরিয়া থেকে প্রবাসী সফিউল আলম মোটরসাইকেলে করে কক্সবাজার যাওয়ার পথে মালুম ঘাট ছগিরশাহ কাটা নতুন মসজিদ এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সফিউল আলম বাসের নিচে চাপা পড়েন।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুবাই প্রবাসী সফিউল আলম
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুবাই প্রবাসী সফিউল আলম |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সফিউল আলম (২৮) নামে এক দুবাই প্রবাসী যুবক নিহত হয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মালুমঘাট ছগিরশাহ কাটা নতুন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সফিউল আলম চকরিয়া পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেলিম উদ্দীনের ছেলে বলে নিশ্চিত করেন মালুম ঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া থেকে প্রবাসী সফিউল আলম মোটরসাইকেলে করে কক্সবাজার যাওয়ার পথে মালুম ঘাট ছগিরশাহ কাটা নতুন মসজিদ এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সফিউল আলম বাসের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মালুম ঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সেইসাথে বাস ও মোটরসাইকেল দু’টি উদ্ধার করা হয়েছে। তবে চালাক পালিয়ে গেছেন। লাশ উদ্ধার করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।