রাজধানীর যাত্রাবাড়ী মহাসড়কে দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ সাদেক খান (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) সকালের দিকে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) শেখ মো: নজরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দিবাগত রাত ৪টার দিকে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেএকটি রেস্টুরেন্টের সামনে থেকে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি ভারসাম্যহীন। গত ৩-৪ মাস পূর্বে গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর থেকে হারিয়ে যান। পরে যাত্রাবাড়ী এলাকায় এই দুর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
তিনি জানান, আমরা প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানতে পেরেছি। নিহতের পুরো নাম মোহাম্মদ সাদেক খান। গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার দিয়া পাড়া এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ রওশন আলী খান।
লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে বলেও জানান উপ-পরিদর্শক (এস আই) শেখ মো: নজরুল ইসলাম।



