মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ১৩ জনকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
একই সাথে নতুন করে একজন হাসপাতালে ভর্তি হয়েছে বলেও তথ্য দেয়া হয়েছে।
এর আগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জানিয়েছিল যে সেখানে ভর্তি ৪৪ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
ইনস্টিটিউটের পরিচালক ডা: মো: নাসির উদ্দিন বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
‘বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন ভর্তি আছে। এদের মধ্যে আটজন ক্রিটিক্যাল, ১৩ জন সিভিয়ার এবং ২৩ জন ইন্টারমিডিয়েট অবস্থায় রয়েছেন,’ বলেছেন তিনি।