পাকুন্দিয়ায় বিদ্যুস্পৃষ্টে শিশুর মৃত্যু

বুধবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার পৌর সদরের নামা লক্ষীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাথরুমে গোসল করার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে আলী উসমান নামে (৭) এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার পৌর সদরের নামা লক্ষীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত উসমান ওই গ্রামের এমদাদুল হকের ছেলে ও স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

মৃতের চাচা এনামুল হক জানান, দুপুর ১টার দিকে শিশু উসমান মাদরাসা ছুটি হলে বাড়িতে এসে গোসল করতে বাথরুমে যায়। এ

সময় বিদ্যুতের খোলা তারে স্পর্শ হলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে

কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক কামরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা

নেয়া হচ্ছে।