দুর্ঘটনার পর আংশিক চালু হলো মেট্রোরেল

আজ রোববার বিকেল ৩টা থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল।

নয়া দিগন্ত অনলাইন
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে |ফাইল ছবি

ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনায় একজন নিহত হওয়ার পর কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আংশিকভাবে চালু হয়েছে মেট্রোরেল।

আজ রোববার বিকেল ৩টা থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বিবিসি বাংলাকে এ তথ্য জানান।

তিনি জানান, বিকেল ৩টা নাগাদ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা দ্রুত চালু করার কার্যক্রম চলছে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের সংলগ্ন ৪৩৩ নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর থেকে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।