বাবুবাজারে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ১৭

আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনের দু’টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিটসহ মোট নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

নয়া দিগন্ত অনলাইন
আজ সকাল ৬টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়
আজ সকাল ৬টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় |সংগৃহীত

রাজধানীর আরমানিটোলার বাবুবাজারের ১৩ তলা হাজী টাওয়ারে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে আগুন লাগলেও ফায়ার সার্ভিসের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ সময় ভবনটি থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। হাজী টাওয়ারের ষষ্ঠ তলায় ব্যাগ প্রস্তুত ও ফিনিশিংয়ের কাজে ব্যবহার হওয়া একটি অংশ থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনের দু’টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিটসহ মোট নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি বিবেচনায় পাঁচটি ইউনিট সক্রিয়ভাবে আগুন নেভানোর কাজে অংশ নেয়। সকাল ৭টা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৮টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এক ব্রিফিংয়ে বলেন, ভবনটির নিচের অংশ বাণিজ্যিক ও ওপরের অংশ আবাসিক হওয়ায় ঝুঁকি বিবেচনায় অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হয়। সম্ভাব্য আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে বিকল্প সিঁড়ি ও অডিও ডিভাইস ব্যবহার করা হয়।

তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের প্রতিটি তলা তল্লাশি করে নিশ্চিত হন যে কেউ ভেতরে আটকে নেই। এ সময় বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।

সূত্র : বাসস