উত্তরায় বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সোমবার ভোরে উত্তরার জসীম উদ্দীন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |নয়া দিগন্ত

রাজধানীর উত্তরায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো: আরমান মির্জা (২১) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ সোমবার ভোরে উত্তরার জসীম উদ্দীন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরমান চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার পূর্ব হাতিআলা গ্রামের আবু সুফিয়ান মির্জার ছেলে এবং বর্তমানে তিনি উত্তরা এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

আরমানের খালা নাজনীন আক্তার জানান, আরমান উত্তরার নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। সকালে মোটরসাইকেল চালিয়ে জসীম উদ্দীন রোড এলাকায় যাওয়ার পথে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।