তুরাগ থানার পাশের খাল থেকে যুবকের লাশ উদ্ধার

তুরাগ থানার পাশের একটি খাল থেকে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ; ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

নিজস্ব প্রতিবেদক
তুরাগ থানার পাশের খাল থেকে যুবকের লাশ উদ্ধার
তুরাগ থানার পাশের খাল থেকে যুবকের লাশ উদ্ধার |প্রতীকী ছবি

রাজধানী তুরাগ থানার পাশে একটি খালের পানি থেকে অজ্ঞাত পরিচয়ের (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জামিল হোসেন বলেন, আমরা খবর পেয়ে তুরাগ থানার পাশে একটি খালের ভেতর থেকে পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তিকে অচেন অবস্থা দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Topics