মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নয়া দিগন্ত অনলাইন
মিরপুরের কালশীতে বহুতল ভবনে আগুন
মিরপুরের কালশীতে বহুতল ভবনে আগুন |সংগৃহীত

রাজধানীর মিরপুর-১২ নম্বর কালশী রোড এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আগুন লেগেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, মিরপুর-১২ এর বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ছয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো তিনটি ইউনিট এসে যোগ দেয়। আরো তিনটি ইউনিট পথে রয়েছে।

কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের ভবন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।