রাজধানীর কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী লুৎফর রহমান রাইয়ান (২৬) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সজীব নামের আরো একজন আহত হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে কারওয়ান বাজারের বাটা শো-রুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাইয়ান নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা এবং নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কারওয়ান বাজারের বাটা শো-রুমের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে ফার্মগেট যাওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই আরোহী সড়কে পড়ে যান। এ সময় রাইয়ান কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং আহত সজীবকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসাধীন রাখেন।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বাবর আলী জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই লুৎফর রহমান নামের একজন শিক্ষার্থী মারা গেছেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো জানান, ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেলেও চালকের সহকারী তরিকুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।