মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের গিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এসময় স্বাস্থ্য সচিব চলমান চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। প্রয়োজন অনুযায়ী যথাযথ চিকিৎসা অব্যাহত রাখার নির্দেশনা দেন।
গত ২১ জুলাইয়ের এই বিমান দুর্ঘটনায় দগ্ধ ১৬ শিক্ষার্থী এখনো চিকিৎসাধীন। তাদের মধ্যে ১০ জন ছাত্রী ও ছয়জন ছাত্র। চিকিৎসাধীনদের মধ্যে দু’জনের অবস্থা এখনো ঝুঁকিপূর্ণ।
স্বাস্থ্য সচিবের হাসপাতালে যাওয়া বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো: নাসির উদ্দীন।
তিনি জানান, অনেক আহত শিক্ষার্থীকে একাধিকবার অপারেশন করতে হয়েছে এবং একাধিকবার আইসিইউতেও নিতে হয়েছে। মাইলস্টোনের এই দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মোট ৫৭ জনকে আনা হয়েছিল। তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। একজনকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। ২০ জন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন এবং বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন আছেন।