মাইলস্টোন ট্র্যাজেডি : হাসপাতাল থেকে ছাড়পত্র পেল আরো ৩ জন

উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ শিক্ষার্থী আলভিরা, সামিয়া ও নুসরাতকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট। এ নিয়ে ২৩ জন ছাড়পত্র পেলেও এখনো ১৩ জন চিকিৎসাধীন।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট |নয়া দিগন্ত

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী আলভিরা (১০), সামিয়া (১০) ও নুসরাতকে (১২) ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তিন শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুপুরেই তাদের ছাড়পত্র দেয়া হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ২৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

তিনি জানান, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে আরো ১৩ জন ভর্তি আছেন। সবার শারীরিক অবস্থা উন্নতির দিকে এবং শিগগিরই তারা সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ছাড়পত্র পাওয়া রোগীরা পরবর্তীতে প্রয়োজনে আবার হাসপাতালে এসে চিকিৎসা বা অপারেশন করাতে পারবে।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় শতাধিক আহত হয়েছে।