রাজধানীতে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

‘মুগদা মদিনাবাগ জামে মসজিদ এলাকায় রাস্তার মধ্যে একটি বিদ্যুতের তার ঝুলছিল। আমরা একটু আগে ছিলাম, রানা ছিল আমাদের পেছনে। ওই বিদ্যুতের তারে স্পর্শে বিদ্যুৎ সৃষ্ট হয়।’

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
রাজধানীতে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রাজধানীতে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু |প্রতীকী ছবি

রাজধানীর মুগদার মদিনা বাগ মসজিদের পাশে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রানা হাওলাদার (৩৭) নামের এক টেলিভিশন মেরামতকারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বাবুল হোসেন জানান, আমরা খবর পেয়ে রাত ৩টার দিকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি- নিহত একজন টেলিভিশন মেরামতের কাজ করতেন। রাতে বাসায় ফেরার সময় মুগদা মদিনা বাগ মসজিদের পাশে ঝুলে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের সহকর্মী মাসুদ জানান, আমরা মুগদায় টেলিভিশন মেরামতের কাজ করি। রাতের কাজ শেষে আমরা সবাই একসাথে বাসায় ফিরছিলাম। মুগদা মদিনাবাগ জামে মসজিদ এলাকায় রাস্তার মধ্যে একটি বিদ্যুতের তার ঝুলছিল। আমরা একটু আগে ছিলাম, রানা ছিল আমাদের পেছনে। ওই বিদ্যুতের তারে স্পর্শে বিদ্যুৎ সৃষ্ট হয়। পরে আমরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে রানাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশাল সদরের সূদ্রপাড়া এলাকায়। তিনি মোহাম্মদ চান মিয়া হাওলাদারের ছেলে। বর্তমানে মুগদার মলয় গলি এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।