খিলক্ষেতে গাড়ির ধাক্কায় নিহত ১

খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন; লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
খিলক্ষেতে গাড়ির ধাক্কায় নিহত ১
খিলক্ষেতে গাড়ির ধাক্কায় নিহত ১ |নয়া দিগন্ত

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুরের মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সবুজ মিয়া বলেন, খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতির গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই, সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।

তিনি বলেন, আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্তার করা যেতে পারে। তার পরনে চেক লুঙ্গি ও পাঞ্জাবি ছিল।