রাজধানীর রামপুরায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

রাজধানীর রামপুরা ফরাজী হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আরাফ (৮) নামের (অটিজম) এক শিশু নিহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
রাজধানীর রামপুরায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত
রাজধানীর রামপুরায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত |নয়া দিগন্ত

রাজধানীর রামপুরা ফরাজী হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আরাফ (৮) নামের (অটিজম) এক শিশু নিহত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত আরাফের বাসা রামপুরা বনশ্রীর এফ ব্লকের মেইন রোডের ৪ নম্বর বাসার আজহারুল ইসলামের সন্তান।

নিহত আরাফের খালু আবু জাফর জানান, আরাফ রামপুরার বনশ্রীর স্পেশাল প্রতিবন্ধী স্কুলের ছাত্র। সকালে তাকে নিয়ে বাসার আয়া সোনিয়া স্কুলে যাচ্ছিল। এ সময় তারা রামপুরা ফরাজী হাসপাতালের সামনে গিয়ে পৌঁছালে পেছন থেকে এসে দ্রুতগামী একটি ট্রাক আরাফকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে আমরা আরাফকে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আরাফের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।