রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী নিলয় (১৩) ও রুপি বরুয়াকে (১০) ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
রোববার (২১সেপ্টেম্বর) দুপুরে দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, নিলয় ও রুপি বরুয়া নামের দুই শিক্ষার্থী শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কারণে রোববার দুপুরের দিকে ছাড়পত্র দেয়া হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ২৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
ডা. শাওন বিন রহমান আরো বলেন, বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখানো আটজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের সবার শারীরিক অবস্থা উন্নতির দিকে, আমরা আশা করছি অন্য যারা এখানে ভর্তি আছে তারাও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবে, ইনশাআল্লাহ।
যাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে বা হচ্ছে- তারা পরবর্তীতে জাতীয় বার্নে এসে চিকিৎসা নিতে পারবে। তাদের অপারেশনে প্রয়োজন হয় তা করতে পারবে বলেও জানান তিনি।
গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় শতাধিক আহত হয়েছে।