রাজধানীর চকবাজারে রহমতগঞ্জের ডালপট্টি একটি তিনতলা বাড়ির তৃতীয় তলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় লালবাগ, পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সাতটি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করে তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
এর আগে, ৪টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর পরে তাদের কার্যক্রম শুরু হয়।
ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন।



