শিবচরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০ জন

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
শিবচরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১
শিবচরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের আরোহী শামিম আহমেদ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

আজ শনিবার উপজেলার কুতুবপুর এলাকায় ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী লাবিবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে চলন্ত একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় পিছন দিক থেকে সেলফি পরিবহনের আরেকটি বাস এসে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি করে। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী শামিম আহমেদ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ভোরবেলা এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি অনেক বেশি থাকে এবং নিয়ম না মেনে ওভারটেক করার প্রবণতা থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা টিমসহ ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করছি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’