রাজধানীতে লিফটের ফাঁকা দিয়ে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলের রামপুরার উলন এলাকার একটি চার তলা বাসার লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে মোহাম্মদ আয়ান (১০) নামে শারীরিক প্রতিবন্ধী একটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন জানান, শিশু আয়ান শারীরিক প্রতিবন্ধী। আর ওই বাসার চার তলার লিফটের নতুন করে কাজ হচ্ছিল। তাদের বাসা ওই চার তলায়। গেট খুলে বের হয়ে লিফটের ফাঁকা জায়গায় যাওয়া মাত্রই অসাবধানতাবসত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত ওই শিশুর বাসা রামপুরার উলনের ২০০ নম্বর বাসার ৪ তলায়। সে পরিবারের সাথে সেখানে থাকত।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।