চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাততলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুনের সূত্রপাত হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Chattogram
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা |সংগৃহীত

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাততলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুনের সূত্রপাত হয়। কারখানাটিতে মূলত হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি হতো। ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। আগুনের ভয়াবহতা বিবেচনায় নিয়ে দ্রুততার সাথে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।