বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বংশালে বাইসাইকেল চালানোর সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আমিনের (৩০) মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে
বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে |সংগৃহীত

রাজধানীর বংশালে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোনা ৯টার দিকে বংশালের নাজিরা বাজারের আলাউদ্দিন রোড জামাই গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ আমিন পিরোজপুর জেলা ভান্ডারিয়া উপজেলার টেলি-সানি এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি বিডিআর এলাকায় থেকে বেকারি দোকানের কাজ করতেন।

আমিনকে হাসপাতালে নিয়ে আসা জিসান জানান, সকাল সোয়া ৯টার দিকে বংশালের নাজিরা বাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোড এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে হন আমিন। এলাকার লোকজন দেখতে পেয়ে বাঁশ দিয়ে তাকে পানি থেকে তুলে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানা পুলিশকে অবহিত হয়েছে।