ভূমিকম্পে নিহতদের অর্থসহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন

শুক্রবার রাতে ঢাকা জেলা প্রশাসক মো: রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
পুরান ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস
পুরান ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস |বাসস

শুক্রবার (২১ নভেম্বর) সংঘটিত ভূমিকম্পে নিহত ব্যক্তিদের পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেবেন ঢাকা জেলা প্রশাসন। ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দুর্ঘটনায় পতিত হয়ে প্রাণ হারিয়েছেন এমন ক্ষেত্রে এ সহায়তার সুযোগ রয়েছে।

শুক্রবার রাতে ঢাকা জেলা প্রশাসক মো: রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পের ঘটনায় আহত ব্যক্তিকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আহত ব্যক্তি চাইলে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশক্রমে এ সহায়তা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সাহায্যপ্রত্যাশী রোগী/নিজে যোগাযোগে অক্ষম রোগীর ক্ষেত্রে হাসপাতালে তত্ত্বাবধানকারী/এটেনডেন্ট/নিকটাত্মীয় এক্ষেত্রে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের +৮৮০১৭০০৭১৬৬৭৮ নম্বরে প্রয়োজনীয় যোগাযোগ করে এ সহায়তা গ্রহণ করতে পারবেন। ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দুর্ঘটনায় আহত হয়েছেন এমন ব্যক্তিবর্গের ক্ষেত্রে এ সহায়তা করা সম্ভবপর হবে।

সূত্র : বাসস