মাদারীপুরে বাসের ধাক্কায় নিহত ১

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় এলাকায় দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত |নয়া দিগন্ত

মাদারীপুরের ডাসারে বাসের ধাক্কায় মো: রনি (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দু’জন।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত রনি ওই উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকার মিজানুর রহমান তালুকদারের ছেলে। আহতরা হলেন পান্তাপাড়া এলাকার সিদ্দিক ফকিরের ছেলে রফিকুল ফকির (২৪) ও ভাঙ্গা ব্রিজ এলাকার মো: এনামুলের ছেলে মাহফুজ (২৭)।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি উপজেলার গোপালপুর থেকে রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফিরছিলেন রনি ও তার দুই সহযোগী। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার পাথুরিয়াপাড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা সার্বিক পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক রনির মৃত্যু হয়। গুরুতর আহত রফিকুল ও মাহফুজকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: অখিল সরকার জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো দু’জন। তাদের অবস্থা শঙ্কামুক্ত নয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।