রাজধানীর তেজগাঁও এফডিসি গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন চন্দ্র সরকার বলেন, আমরা খবর পেয়ে তেজগাঁও এফডিসি গেট ইএল-১৬ কিমি ৩১৬/৩-৪ এলাকায় দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে যে রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী একটি মালবাহী কনটেইনার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
এসআই নয়ন চন্দ্র সরকার জানান, সিআইডি ক্রাইমসিনকে খবর দেয়া হয়েছে, প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ওই ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও চেক শার্ট।