ঢাকার ৮ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

‘ঢাকা থেকে আরো চারটি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে যাচ্ছে। তার মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের দু’টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দু’টি ফ্লাইট রয়েছে। ’

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো
ঢাকাগামী ছয়টি আন্তর্জাতিক ও দু’টি অভ্যন্তরীণ ফ্লাইটের চট্টগ্রামে অবতরণ
ঢাকাগামী ছয়টি আন্তর্জাতিক ও দু’টি অভ্যন্তরীণ ফ্লাইটের চট্টগ্রামে অবতরণ |নয়া দিগন্ত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টারমিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার (১৮ অক্টোবর) মোট আটটি ফ্লাইট চট্টগ্রামে ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে ছয়টি আন্তর্জাতিক রুটের ও দু’টি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বলে জানিয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিকেলে নয়া দিগন্তকে জানিয়েছেন, এখন পর্যন্ত চারটি ফ্লাইট ঢাকা থেকে ডাইভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তন্মধ্যে দু’টি চট্টগ্রাম টু ঢাকাগামী ডমেস্টিক ফ্লাইট এবং অপর দু’টি আন্তর্জাতিক ফ্লাইট। এর মধ্যে একটি ইউএস বাংলা এয়ারলাইনসের ব্যাংকক টু ঢাকা ফ্লাইট এবং অপরটি এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য টু ঢাকা ফ্লাইট।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফিল্ড রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। ফলে ঢাকা থেকে আরো চারটি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসছে। তন্মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের দু’টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দু’টি ফ্লাইট রয়েছে। অর্থাৎ সর্বমোট আটটি ডমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট এখনো পর্যন্ত ডাইভার্ট হয়ে এ বিমানবন্দরে অবতরণ করেছে।

এদিকে ফ্লাইট নির্দিষ্ট গন্তব্যে পৌছাতে না পারায় এসব ফ্লাইটের যাত্রীরা বিমান বন্দরের লাউঞ্জে বসে অলস সময় কাটাচ্ছেন।