মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সড়কে গাড়ি চাপায় মো: সিরাজ মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) ভোর রাত অথবা সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া এলাকার বাসিন্দা ও লাউয়াছড়া কমিউনিটি প্যাট্রোল গ্রুপের (সিপিজি) সদস্য ছিলেন।
লাউয়াছড়ার ‘ভিলেজ কনজারভেশন ফোরাম’ (ভিসিসি) বা গ্রাম সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মো: সামছুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিহতের ছেলে সিএমসির অফিস বয় বাবুল মিয়ার বরাত দিয়ে জানান, ভোরে অথবা সকালের কোনো একসময় দায়িত্ব পালন অবস্থায় বা ডিউটি শেষে বাড়ি ফেরার পথে যানবাহন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাতক গাড়ি চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়ার জন্য প্রশাসনের কাছে দাবিও জানান তিনি।
কমলগঞ্জ থানার ডিউটি অফিসার শাহনাজ পারভীন জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।



