শ্যামপুরে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

রাজধানীর শ্যামপুরে জুরাইন বালুর মাঠ এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় ভ্যানচালক মোহাম্মদ ইব্রাহিম (৪০) নিহত হয়েছেন; তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
শ্যামপুরে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত
শ্যামপুরে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত |প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুর জুরাইনে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইব্রাহিম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে জুরাইনের বালুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ইব্রাহিম ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার খাসেরহাট এলাকার আনিসুল হকের ছেলে। তিন শ্যামপুরে জুরাইন বালুর মাঠ এলাকায় থাকতেন।

ইব্রাহিমের স্ত্রী মিনারা বেগম বলেন, আমার স্বামী রাতে ভ্যান চালিয়ে জুরাইন বালুর মাঠ এলাকা দিয়ে যাওয়ার পথে হঠাৎ দ্রুতগামী একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে আমার স্বামী গুরুতর আহত হন, পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।