রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী মাহিয়া তাসনিমের দাফন সম্পন্ন হয়েছে। ।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তার নানাবাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে তার লাশ নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৮টার দিকে তার দাফন সম্পন্ন হয়।
তাসনিম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর মেয়ে এবং সে স্কুলটির অষ্টম শ্রেণির ছাত্রী।
এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসনিম।
তাসনিমের নানা নজরুল ইসলাম জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সূত্র : ইউএনবি