রাজধানীর ধানমন্ডির পানসি রেস্টুরেন্টের পেছনে লেকের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, আমরা খবর পেয়ে রাত ১০টার দিকে পানসি রেস্টুরেন্টের পেছনে লেকের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, আমরা আশেপাশের লোকজনদের মাধ্যমে জানতে পারি নিহত যুবক পানিতে গোসল করার জন্য গিয়ে পানিতে ডুবে যায়, অতঃপর তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি জানান, নিহত ওই যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করা যাবে। তার পরনে ছিল কালো টি-শার্ট, কালো জিন্স প্যান্ট।