গ্যাস লাইনের ভাল্ভ ফেটে লিকেজ

উত্তরাসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

গ্যাসের লাইন শাটডাউন করায় উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

রাজধানীর উত্তরা টঙ্গী ব্রিজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে উত্তরার বিতরণ মেইন ১২ ইঞ্চি ব্যাসের লাইন শাটডাউন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত ভাল্ভটি প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে। গ্যাসের লাইন শাটডাউন করায় উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সূত্র : বাসস