ফায়ার সার্ভিস

রাজধানীতে স্কুলে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা ১৯

আজ সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

নিজস্ব প্রতিবেদক
ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে
ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে |সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৯ জন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

এ ঘটনায় আহত অর্ধ-শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা: সায়েদুর রহমান জানিয়েছিলেন নিহত ১৬ জন এবং আহত ৭০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি।

পরে আইএসপিআর জানায়, নিহত ১৮ জন এবং আহত হয়েছে আরো ১৬৪ জন।

ফায়ার সার্ভিস কর্তৃক আহত উদ্ধারের সংখ্যা :

উত্তরা এলাকার

বাংলাদেশ মেডিক্যাল ২৩

শিনশিন জাপান হাসপাতাল ১১

ক্রিসেন্ট হাসপাতাল ১৫

লুবানা হাসপাতাল ২০

ইস্টওয়েস্ট হাসপাতাল ০১

মুনসুর হাসপাতাল ০৮

এবং ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট ৩৮

মোট আহত উদ্ধার ১১৬ জন।