রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় চন্দন দাস (৫৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত চন্দন দাস ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ভৈরবনগর এলাকার সুরেশ দাসের সন্তান।
চন্দন দাসকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সকালে ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী হাইস মাইক্রোবাসের ধাক্কায় চন্দন দাস গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



