পাবনার ঈশ্বরদীতে ঢালারচর (পাবনা-রাজশাহী) এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইমরান কালিকাপুর এলাকার মরহুম ইউনুস মণ্ডলের ছেলে।
সূত্রে জানা গেছে, সকালে ইমরান কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে পাবনা-রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে চলে আসে। হেডফোন ব্যবহারের কারণে ট্রেনের শব্দ তিনি শুনতে পাননি। ট্রেনের সজোর ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মাজেদুল ইসলাম জানান, ইমরান কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে রেললাইনের পাশে হাঁটছিলেন। ট্রেন আসার পরও তিনি হয়তো তা বুঝতে পারেননি। ট্রেনের আঘাতেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেডফোন ব্যবহারের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।