শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন

শাহবাগের বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালের এ ব্লকের ৪র্থ তলায় আগুন লাগে; ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ১৮ মিনিটে নিয়ন্ত্রণে আনে, হতাহতের খবর নেই।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
হাসপাতালের এ ব্লকের ৪র্থ তলায় এ আগুন লেগেছিল
হাসপাতালের এ ব্লকের ৪র্থ তলায় এ আগুন লেগেছিল |নয়া দিগন্ত

ঢাকার শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ১৮ মিনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে বেলা ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাসপাতালের এ ব্লকের ৪র্থ তলায় এ আগুন লেগেছিল। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ইনসেপক্টর (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। ছয় মিনিটের মধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চলে যায়। বেলা ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে তা নিভেয়ে ফেলা হয়।