রাজধানীতে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মো: বজলুর রশিদ জানান, আমরা খবর পেয়ে সকাল ১০টার দিকে বনানী এলিভেটেড এক্সপ্রেস টোল প্লাজা সংলগ্ন রেল লাইন থেকে তার লাশ উদ্ধার করি।

নিজস্ব প্রতিবেদক
রেললাইন
রেললাইন |প্রতীকী ছবি

রাজধানীর বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলপ্লাজা সংলগ্ন এলাকায় ঢাকা অভিমুখে রংপুর এক্সপ্রেসের চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় (২৩) এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালের দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মো: বজলুর রশিদ জানান, আমরা খবর পেয়ে সকাল ১০টার দিকে বনানী এলিভেটেড এক্সপ্রেস টোল প্লাজা সংলগ্ন রেল লাইন থেকে তার লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারি নিহত যুবক ঢাকাগামী রংপুর এক্সপ্রেস নামের চলন্ত ট্রেন থেকে পড়ে যান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করা যাবে। তার পরনে ছিল ছাই রংয়ের জিন্স প্যান্ট ও সাদা হাফ হাতা টি-শার্ট।