মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় গ্যারেজে আগুন

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় আগুন
মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় আগুন |ইন্টারনেট

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি গ্যারেজে আগুন লেগেছে।

শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।