পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত ৩

শনিবার সকাল ৯টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Patuakhali
পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত ৩
পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত ৩ |সংগৃহীত

পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় বাস ও র‍্যাবের গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন দুই বছরের এক শিশু, একজন নারী এবং র‍্যাবের গাড়িচালক। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৩০ জন।

আজ শনিবার সকাল ৯টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পটুয়াখালী সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া জানান, গুরুতর আহত কয়েকজনকে বরিশাল সিএমএইচ ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্রে জানা গেছে, বরিশাল থেকে কুয়াকাটাগামী র‍্যাব-৮ এর একটি গাড়ি এবং বিপরীত দিক থেকে আসা কুয়াকাটা-বরিশাল রুটের ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় যানবাহনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই র‍্যাব সদস্যের দুই বছরের কন্যা সন্তান, গাড়িচালক আলিম (৪২) এবং আফরোজা (৩৫) নামের এক নারী যাত্রী নিহত হন।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার পরই তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। র‍্যাবের গাড়ি থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।