নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুলাল মিয়া (৬০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপালদী পৌরসভার মোল্লারচর বাজার সংলগ্ন কলমাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মৃত আলতাব আলীর ছেলে। তিনি গোপালদী পৌরসভার উত্তর কলাগাছিয়া এলাকায় জনৈক মিজানের বাড়িতে ভাড়ায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ট্রাকে দ্রুতগতিতে বালু নিয়ে যাওয়ার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক দুলাল গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুলাল মিয়া মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যান। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ট্রাকটি জব্ধ করা হয়েছে।



