ডেমরায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত

সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ডেমরায় মোটরসাইকেলে থাকা দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইরাম রেদওয়ান ও অপু আহমেদ নিহত হয়েছেন; গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

নিজস্ব প্রতিবেদক
ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৪)
ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৪) |সংগৃহীত

রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফেরার পথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ি ধাক্কায় মোটরসাইকেল-আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে তাদের দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৪)। তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। তাদের দুজনের বাসা চিটাগাং রোড এলাকায়।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু তাওসিফ বলেন, ওরা দুই বন্ধু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি সাথে ধাক্কা লাগে। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক প্রথমে অপুকে মৃত ঘোষণা করেন ও তার কিছুক্ষণ পরে ইরাম রেদওয়ানকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।