গুলিস্তানে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

শনিবার দুপুর ১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠায়।

নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজারের মোড়ে দ্রুতগামী বাসের ধাক্কায় সালেহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠায়।

তাকে ঢামেকে নিয়ে আসা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন জানান, ‘আমরা খবর পেয়ে গোলাপ শাহ মাজারের সামনে থেকে একজন বয়স্ক নারীর লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।’

তিনি আরো জানান, ‘আমরা স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারি নিহত ওই নারী মাজারেই থাকতেন। সকালের দিকে দোহার-নবাবগঞ্জ পরিবহন (ঢাকা মেট্রো গ-১৫ -১৫৫৫) ওই বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।’