রাজধানীর হাতিরঝিলে খাবার খেয়ে অসুস্থ হয়ে ইলহাস চৌধুরী (১৪ মাস) এবং তার বোন আফ্রিদা চৌধুরী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। পরে আজ রোববার (২১ ডিসেম্বর) সকালের দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার উপপরিদর্শক মো: সুমন মিয়া। তিনি জানান, শনিবার দুপুরের দিকে খবর পেয়ে একজনের লাশ মগবাজার কমিউনিটি হাসপাতাল এবং অন্যজনের লাশ রাশমনো হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। পরে লাশ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শিশু দু’টির পরিকারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সকালে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে নিকট আত্মীয়রা তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে নেয়া হয়েছে।



