কালকিনিতে তিনটি দোকান পুড়ে ছাই

সোমবার সকালে ৭টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারের একটি দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে চিৎকার শুরু করেন স্থানীয়রা। তাদের চিৎকার শুনে বাজারের অন্য ব্যবসায়ী ও আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Kalkini
কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারে পুড়ে যাওয়া দোকান
কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারে পুড়ে যাওয়া দোকান |নয়া দিগন্ত

মাদারীপুরের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার সাহেবরামপুর বাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ৭টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারের একটি দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে চিৎকার শুরু করেন স্থানীয়রা। তাদের চিৎকার শুনে বাজারের অন্য ব্যবসায়ী ও আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। মুহূর্তেই মসজিদের মাইক দিয়ে আগুন লাগার ঘোষণা দেয়া হলে এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। পরে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে (৯৯৯) ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দিলে কালকিনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে পুড়ে যায় আবুল কালাম আজাদের "গনি পেইন্ট অ্যান্ড হার্ডওয়ার, সাদ্দাম হোসেনের "সাদ্দাম হার্ডওয়ার অ্যান্ড ইলেকট্রনিক্স, দুলাল শীলের "দুলাল সেলুন' দোকান। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের।

মাদারীপুরের কালকিনি ফায়ার সার্ভিসের ইনচার্জ খোকন জমাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ধারণা করা হচ্ছে শট সার্কিটের মাধ্যমে আগুনে সূত্রপাত হয়েছে।

মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফিন বলেন, আগুনে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। সরকারের পক্ষ থেকে নিয়মানুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করা হবে।